Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জাপার ভাইস-চেয়ারম্যান রঞ্জুর

গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জাপার ভাইস-চেয়ারম্যান রঞ্জুর

গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জাপার ভাইস-চেয়ারম্যান রঞ্জুর—ছবি: মাধুকর।

আমিনুল হক , ফুলছড়ি►

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পেয়ে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। 

এর আগে গত ২২ ডিসেম্বর রাতে জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে এই আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়। ফলে মনোনয়ন বঞ্চিত হন অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু।

দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তৃণমূল পর্যায়ে নিরলস কাজ করেছেন বলে জানান সাঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু। স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “দলের দুঃসময়েও আমি সাঘাটা উপজেলা পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মনোনয়ন প্রক্রিয়ায় দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।”

দলীয় সিদ্ধান্তে হতাশ হলেও ভেঙে পড়েননি জানিয়ে তিনি বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থনই তাকে নতুন করে উজ্জীবিত করেছে। জনগণের প্রত্যাশা পূরণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী ভূমিকা রাখবেন, তা তুলে ধরে রঞ্জু জানান, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি কাজ করবেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তার অগ্রাধিকার তালিকায় থাকবে।

জনগণই তার প্রকৃত শক্তি উল্লেখ করে তিনি বলেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন এবং গণমানুষের রায় মাথা পেতে নেবেন। এদিকে স্থানীয় ভোটার ও বিশ্লেষকদের মতে, এ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসন্ন নির্বাচনের হিসাব-নিকাশকে জটিল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। তার এই সিদ্ধান্তে গাইবান্ধা-৫ আসনের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad