নিজস্ব প্রতিবেদক ►
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গাইবান্ধায় "ঐতিহাসিক মুজিব মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা "শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অলিউর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
সভায় বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আহসানুল হাবিব রাজিবসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বুদ্ধিজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।