নিজস্ব প্রতিবেদক►
‘আড্ডা আনন্দে কেনাকাটা জমবে মেলায়’ স্লোগানে স্বপ্নবাজ নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র উদ্যোগ ইয়েস বিডি উদ্যোক্তা অগ্রযাত্রার আয়োজনে গাইবান্ধায় হয়ে গেল উদ্যোক্তা পণ্য মেলা।
শনিবার (২৫ নভেম্বর) সকালে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে কেট কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এই মেলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুর রহমান, প্রফেসর আব্দুর রশিদ, উদ্যোক্তা অগ্রযাত্রার উপদেষ্টা শাহানা ইয়াছমিন লাকী প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইয়েস বিডির এডমিন রাহাতুল আফকা রিখাত, শারমিন জাহান, ফাহমিদা কাকুলী, ফরিদা পারভিন ও শাহানা ইসলাম লাকী।
মেলায় স্থানীয় উদ্যোক্তারা গৃহস্থালির পণ্যসহ দেশীয় পণ্যের স্টল দিয়ে মেলায় অংশ নেন।