ক্রীড়া প্রতিবেদক ►
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত স্বাধীন বাংলাদেশের গণ পরিষদের প্রথম স্পীকার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ ও গাইবান্ধার কৃতি সন্তান শাহ্ আব্দুল হামিদ এঁর ৫১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মমঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদ সরকার, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অধ্যাপক জহুরুল কাইয়ুম, রাগীব হাসান চৌধুরী হাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান, রংপুর বিভাগীয় আমপায়ার এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, বেনজির আহমেদ, জিয়াউল হক জনি, আমিনুর জামান রিংকু, রেজাউন্নবী রাজু, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন মাসুদুল হক মাসুদ, সাদুল্লাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সুজন প্রসাদ, শহিদুল ইসলাম, শাহ্ শামিম কবির মন্টি, সরদার মো. সাহিদ হাসান লোটন, সহকারী অধ্যাপক শফিউল ইসলাম প্রমুখ।