Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩১

গাইবান্ধার খোলাহাটি ৪নং ওয়ার্ডের উপনির্বাচন ২৮ এপ্রিল

গাইবান্ধার খোলাহাটি ৪নং ওয়ার্ডের উপনির্বাচন ২৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আগামী ২৮ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিসার ১২ মার্চ স্মারক নং ১৭.০৮.৩২২৪.০০০.৪১.০০৮.২৪.২২৫ মোতাবেক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সদর উপজেলা নির্বাচন অফিসের গণবিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, আগামী ২৮ এপ্রিল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ মার্চ, মনোনয়পত্র যাচাই বাছাই ১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল, ভোট গ্রহণ ২৮ এপ্রিল। 

উল্লেখ্য, খোলাহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু ২৫ জানুয়ারি রাতে মৃত্যুবরণ করেন। ফলে নির্বাচন কমিশনার ওই ওয়ার্ডের সদস্য পদটি শূন্য ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad