নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মিয়াজান ব্যাপারী ঘাগোয়া উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
বিদ্যালয়ের সভাপতি মো: রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা মাহবুব আলম কোট, বিদ্যালয়ের শিক্ষক এরশাদুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিনি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি হুইপ গিনি বলেন, উন্নত বিশ্বের মত নিজের দেশকে গড়তে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অনুসরণ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হতে হবে। এজন্য লেখাপড়ার গুরুত্ব অপরিসীম।