নিজস্ব প্রতিবেদক ►
কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন Promoting Disaster Ready Inclusive Preparedness Towards Adaptation (PRODRIPTA/ প্রদৃপ্ত) প্রকল্পের মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে বিভিন্ন ধরণের কার্যক্রম হাতে নিয়েছে এর মধ্যে প্রান্তিক পর্যায়ে বা গাইবান্ধা চরাঞ্চলে বিশেষ করে সদর উপজেলার মোল্লারচর উচ্চ বিদ্যালয়ে সকল কাসের ছাত্র-ছাত্রিদের অংশগ্রহনে বন্যা- প্রস্তুতি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং সেরা ০৩ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে মোল্লারচর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান সরকার এবং উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক এর সার্বিক তদারকির মাধ্যমে ছাত্র-ছাত্রিদের দুর্যোগে প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হয়। কেয়ার বাংলাদেশ থেকে জগলুল রাজীব, কর্মসূচি ব্যবস্থাপক এবং বায়েজীদ বোস্তামী, টেকনিক্যাল কো-অর্ডিনেটর ছাড়াও এসকেএস ফাউণ্ডেশনের পক্ষে ফারুক হোসেন, প্রকল্প ব্যবস্থাপক-প্রদৃপ্ত প্রকল্প উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি উপ-পরিচালক কৃষি, গাইবান্ধা জেলা এবং কেয়ার বাংলাদেশ থেকে জগলুল রাজীব, কর্মসূচি ব্যবস্থাপক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে একটি দুর্যোগ এবং কৃষি: আমাদের প্রস্তুতি বিষয়ক একটি রেডিও ফনো লাইভ কর্মসূচি আয়োজন করা হয় যেখানে কৃষি এবং দুর্যোগ বিষয়ক আলোচনা করা হয় এবং জনসাধারণের প্রশ্নের উত্তর দেয়া হয়।