Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০১

গাইবান্ধার চিত্র সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

গাইবান্ধার চিত্র সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার চিত্র সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সদর উপজেলার নশরতপুরে অবস্থিত গণ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দেশ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, এশিয়ান টিভির খালেদ হোসেন, একাত্তর টিভির শামীম আল সাম্য ও ইনডিপেনডেন্ট টিভির আরিফুল ইসলাম বাবু। এ সময় সিএনএন বাংলা টেলিভিশনের প্রতিনিধি ফারহান শেখ উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলম, এখন টিভির বগুড়া ব্যুরোর স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, সময় টিভির সাবেক চিত্রগ্রাহক ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম মুন্না।

এ সময় সংবাদের স্ক্রিপ্টের ভাষা, চিত্রধারণের নানা তাত্ত্বিক বিষয় ও সংবাদকে চিত্রের মাধ্যমে আকর্ষণীয় করে তোলার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষকরা চিত্রগ্রাহকদের নানা প্রশ্নেরও উত্তর দেন। 

এ কর্মশালয় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন চিত্র সাংবাদিক অংশ নেন। শেষে তাদের হাতে কর্মশালায় অংশগ্রহনের সনদ তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad