নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সদর উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মে) উপজেলার দারিয়াপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
দলটির অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মন ও জাহাঙ্গীর আলম মন্ডল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। মানুষ চলমান উপজেলা নির্বাচন বর্জন করছে। একদলীয় নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করতে পারছে না। বক্তারা শাখায় শাখায় পার্টির কর্মকাণ্ড জোড়দার করার মাধ্যমে পার্টিকে সুসংগঠিত করতে পার্টির নেতাকর্মীদের প্রতি আহবান জানান।