Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৭

গাইবান্ধার দুই বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করলেন হুইপ গিনি

গাইবান্ধার দুই বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করলেন হুইপ গিনি

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসা এবং ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

হুইপ বলেন, যুব সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে হবে অভিভাবকদের। সন্তান সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত হয় কিনা তা খেয়াল রাখতে হবে। বাচ্চারা পড়াশোনা করে কিনা তা নজর রাখতে হবে অভিভাবকদের। বাচ্চারা যাতে নেশাগ্রস্থ হয়ে নষ্ট না হয় সে জন্য নজরদারির মধ্যে রাখতে হবে। বাচ্চারা নেশাগ্রস্থ হলে অভিভাবকদের স্বপ্নটা ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্গেট নিয়েছে ২০৪১ সাল হবে উন্নত স্মার্ট বাংলাদেশ। আর তা আজকের ছেলেমেয়েরা দেখে রাখবে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজা মিয়া'র সভাপতিত্বে স্কুলের সিনিয়র শিক্ষক গুল বদল সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম প্রামাণিক কোর্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধানগণ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad