Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০২

গাইবান্ধার প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত

গাইবান্ধার প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

শুক্রবার সকাল ৮.১৫ মিনিটে শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পরিচালনা করেন গাইবান্ধা শহরের বারো মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান।

জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান জামাতে যোগ দেন এবং নামাজ আদায় করেন। এছাড়া গাইবান্ধা পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গও জামাতে যোগ দেন। ঈদের জামাত শেষে হাজার হাজার মুসুল্লী খোদায়ী আশীর্বাদ এবং বিশেষ করে তাদের নিকটাত্মীয়দের আত্মার চির শান্তি, দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং পাশাপাশি মুসলিম উম্মাহর বৃহত্তর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এর আগে ডিসি অলিউর রহমান ঈদগা ময়দানের গেটে মুসুল্লিদের বরণ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিশেষ অতিথির বক্তব্যে ডিসি অলিউর রহমান বলেন, এবারের ঈদুল ফিতরে সবার অঙ্গীকার হলো ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানো। ধনী-গরিব নির্বিশেষে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুসুল্লিদের প্রতিও আহ্বান জানান ডিসি।
এদিকে শহরের পুলিশ লাইনে আরেকটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় যেখানে পুলিশ সুপার এম কামাল হোসেন মুসুল্লিদের বরণ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া খানকা শরীফ জামে মসজিদ, গাউসুল আজম জামে মসজিদ, আল-ফালাহ জামে মসজিদ, পিডব্লিউডি জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, সার্কিট হাউস জামে মসজিদ, পলাশপাড়া জামে মসজিদ, ভি-এআইডি রোড জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ডেভিড কোম্পানিপাড়া জামে মসজিদ, তাবলিগ জামাত মারকাস জামে মসজিদ, গোরোস্থানপাড়া জামে মসজিদ, ধানঘড়া জামে মসজিদ এবং শহরের স্টেশন জামে মসজিদ।
নামাজ শেষে মুসুল্লিরাও একে অপরের সঙ্গে আলিঙ্গন করে ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তারা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের বাড়িতেও উৎসবের আমেজে গিয়ে শুভেচ্ছা জানান।

পবিত্র এ উপলক্ষে জেলার বিভিন্ন হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, এতিমখানা ও ভ্রমন কল্যাণ কেন্দ্রের বন্দীদের মাঝে বিশেষ ও উন্নত খাবার পরিবেশন করা হয়। পুলিশ প্রশাসনও পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবে ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য পুলিশ, র‌্যাব, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad