নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা শহরের মুন্সিপাড়া ক্রীড়া সংস্থার র্কাযনর্বিাহী কমটিরি এক সভা বৃহস্পতবিার (২৭ জুলাই) রাতে সংস্থাটির র্কাযালয়ে অনুষ্ঠতি হয়। সভায় বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি রেজাউন্নবী রাজু, মো. টুটুল ময়িা, শাকিল রানা, মামুন মিয়া, মো. হিরা, মো. সুরুজ হক, মো. রুহুল প্রমুখ।
সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়। পরে র্সবসম্মততিক্রমে শহিদুল ইসলাম রনিকে সভাপতি, তানজিউর রহমান তুহিনকে সাধারণ সম্পাদক, আব্দুল সালামকে সাংগঠনকি সম্পাদক, শাহাদৎ হাসান শাহানকে কোষাধ্যক্ষ করে পাঁচ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি সংগঠনরে গঠনতান্ত্রিক সময়ের মধ্যে র্পূণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।