Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

গাইবান্ধার সংসদীয় পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সম্ভাব্য ৪৫ প্রার্থী

গাইবান্ধার সংসদীয় পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সম্ভাব্য ৪৫ প্রার্থী

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা—ছবি : মাধুকর

নিজস্ব প্রতিবেদক►

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার সংসদীয় পাঁচটি আসনে মোট ৪৫ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন এবং বাকী ৩৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ ডিসেম্বর নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে জেলার পাঁটি আসন থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, গাইবান্ধার পাঁচটি আসনে ৬০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন; তাদের মধ্যে ১০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গাইবান্ধা-২ (সদর) আসনে ৯ জনের মধ্যে ৮ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১০ জনের সবাই, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১০ জনের মধ্যে ৬ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে ১৮ জনের মধ্যে ১১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি; আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি; প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি; রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি; নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad