নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার হাট-লক্ষ্মীপুরে অগ্নিকা-ে পাঁচ বসতবাড়িসহ ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (০৭ এপ্রিল) সকালে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে লক্ষ্মীপুর হাট সংলগ্ন একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ২৬টি দোকানসহ হাট সংলগ্ন ৫টি বসতবাড়ি আটটি কক্ষ পুড়ে যায়। সকাল সাতটা চল্লিশে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দুরে ঘটনাস্থলে পৌঁছায় সকাল আটটায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসে।
হাটের মুদি দোকানের ব্যবসায়ী মোস্তফা জানান, আগুনে তাঁর দুইটি গুদামসহ মুদি দোকানটি পুড়ে গেছে। এতে তাঁর অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন আগুনে পাঁচটি বসতবাড়ি ও হাটের ২৬টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন তিনি।
গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান, লক্ষ্মীপুর হাট সংলগ্ন একটি বসতবাড়ি থেকে আগুন বাজারে ছড়িয়ে পড়ে। সম্ভাব্য বাড়িটির রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে থাকতে পারে ।
এতে বাজারের আটটি মুদি, তিনটি ওষুধের দোকান, তিনটি বীজ ভান্ডার, একটি রড-সিমেন্ট-টিনের দোকান, একটি লাইব্রেরি, একটি কম্পিউটারের দোকান, একটি খাবার হোটেল, কনফেকশনারি একটি, দুটি চায়ের দোকান, দুটি পানের দোকান, একটি হেয়ার ড্রেসার সেলুন, একটি কামারশালা ও একটি মাংসের দোকান পুড়ে গেছে। এছাড়া হাট সংলগ্ন ৫টি বাড়ীর ৮ কক্ষ আগুনে পুড়ে যায়। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।