নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিকল্পনা অবহিতকরণ ও বাস্তবায়নে অংশীজনদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে অবস্থিত এসকেএস ইন রিসোর্টের বালাশী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা ও মুক্তিনগর ইউনিয়ন পরিষদ-এর সদস্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর কর্মকর্তা, নারী ফোরামের সদস্য, ওয়াশ মনিটরিং টিমের সদস্য, গণমাধ্যম কর্মী, এনজিও এবং পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিনিধি, নাগরিক সমাজ, উন্নয়ন সংস্থা, বিশেষজ্ঞ এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে এবং Rising for the Rights Project- এর অধীনে এই পরামর্শ সভার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন।
এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো শহরের প্রতিটি স্তরের মানুষের জন্য নিরাপদ ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে।
পরামর্শসভায় গাইবান্ধা পৌরসভা ও মুক্তিনগর ইউনিয়নের স্যানিটেশন ব্যবস্থার সার্বিক চিত্র ও কর্মপরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান। তাঁর উপস্থাপনার চিত্রে দেখা যায়, গাইবান্ধা পৌরসভার মোট মলের মাত্র ১০% নিরাপদে সংরক্ষিত হচ্ছে, বাকি ৯০% অনিরাপদ ব্যবস্থায় রয়েছে। অন্যদিকে, মুক্তিনগর ইউনিয়নে ৩৯% মল নিরাপদে এবং ৬১% অনিরাপদ ব্যবস্থায় রয়েছে।
কনসালটেশনে অংশগ্রহণকারীরা বর্তমান স্যানিটেশন চ্যালেঞ্জ, যেমন অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সচেতনতার অভাব নিয়ে আলোচনা করেন। এছাড়াও, কীভাবে স্থানীয় সম্পদ ও প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্যানিটেশন সমাধান তৈরি করা যায়, তা নিয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা জোর দেন, এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।
অংশগ্রহণকারীরা জানান, এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং নীতিগত কাঠামো তৈরি করা দরকার। এছাড়াও, নাগরিকদের মধ্যে স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ও সামাজিক প্রচারণার ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
কন্সালটেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। তিনি বলেন, ‘স্যানিটেশন ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ অপরিহার্য। গাইবান্ধা পৌরসভা ও মুক্তিনগর ইউনিয়নে এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে একধাপ এগিয়ে যাবে।’
গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিনগর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান মো. আহসান হাবিব। সভায় স্বাগত বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের পরিচালক (এডভোকেসি এন্ড কমিউনিকেশন) যোসেফ হালদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম।
সভায় গাইবান্ধা পৌরসভা ও মুক্তিনগরের জন্য স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি CWIS কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে স্টেকহোল্ডারদের ভূমিকাও উঠে আসে উপস্থাপনায়।