নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়েছে। শহরের সরকার পাড়ার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
‘প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা’ নামে একটি সংগঠন এ আয়োজন করে।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনুল ইসলাম, সহকারী শিক্ষিকা মাসুমা খাতুন, সংস্থার জেলা সভাপতি প্রকৌশলী মোঃ ফরমান আলী, সাধারণ সম্পাদক প্রকৌশলী রোকন-উদ-দৌলা রোকন, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, কোষাধাক্ষ্য প্রকৌশলী চমক কুমার, কার্যকরী সদস্য প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পৌরসভা সরকারপাড়ার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পেন্সিল বক্স, খাতা, কলম, পেন্সিল ও টিফিন বিতরণ করা হয়।