নিজস্ব প্রতিবেদক►
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে মো. ইসমাইল হোসেনকে সভাপতি ও মির্জা শহিদুল ইসলাম বেগ মুরাদকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আজ (রবিবার, ২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা শহরের মধ্যপাড়ার এক কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম।
সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিডব্লিউএফর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার চেয়ারম্যান একেএম রফিকুন্নবী, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, আইবিডব্লিউএফ রংপুর ও দিনাজপুর অঞ্চলের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ হক্কানী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাইবান্ধা শাখার এসএভিপি শাখা প্রধান মো. রাশেদুল করিম, আইবিডব্লিউএফ রংপুর জোনের সেক্রেটারী মো. জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সম্পাদক মো. আবুল বাছেদ মন্ডল।