নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬মার্চ) বেলা ১১টায় শহরের ১নং রেলগেটে অবস্থিত সিপিবির জেলা কার্যালয় থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সিপিবির জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আসোয়াদ আলী, সুপ্রিয়া দেব, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, পলাশবাড়ী উপজেলা সিপিবির সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি দেবাশীষ দাস দেবু, গণসংগীত শিল্পী রণজিৎ সরকার, সুন্দরগঞ্জ উপজেলা সিপিবির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, নারী শাখার সম্পাদক মিতা হাসান, আদিবাসী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক গণেশ মুরমু, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক রানু সরকার, ছাত্র ইউনিয়ন, জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।