Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৩-২০২৫, সময়ঃ বিকাল ০৪:৪২

গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক►

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) সকালে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত দলটির জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সিপিবির জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হলেও উপমহাদেশে আরও আগে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে কমিউনিস্ট পার্টির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। 

বক্তারা আরও বলেন, বারবার রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের শোষণ-বৈষম্যের অবসান হয় নাই। প্রতিটি গণঅভ্যূত্থানে সাধারণ মানুষ জীবন দেয় আর সুবিধা নেয় ধনীক শ্রেণি। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শোষণ-নিপীড়ন-বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে শামিল আহবান জানান বক্তারা। 

শেষে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad