নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় রংপুর ও রাজশাহী বিভাগে কর্মরত ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের বিভাগীয় সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৬ জুলাই) এসকেএস ফাউন্ডেশন-এর সহায়তায় গাইবান্ধার সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে অবস্থিত এসকেএস ইন-এর সম্মেলন কক্ষে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এই সম্মেলনের আয়োজন করে।
”ক্ষুদ্র অর্থায়ন কাযক্রমের বর্তমান চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়” শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে ক্ষুদ্র অর্থায়ন একটি পরীক্ষিত উপায়। দেশের লাখ লাখ মানুষ এ কার্যক্রমের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। ক্ষুদ্রঋণ খাতকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই রাখার লক্ষ্যে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছে এমআরএ। পাশাপাশি, প্রাসঙ্গিক নীতিমালার সংস্কারও চলমান রয়েছে। ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান, সরকার, উন্নয়ন সহযোগী ও নীতিনির্ধারকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজন, যাতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুফল সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়।”
সম্মেলনে সভাপতিত্ব করেন সিডিএফ এবং এসকেএস ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও পপি-র নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার। তিনি বলেন, "ক্ষুদ্র অর্থায়ন খাত বর্তমানে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চাপ, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং তরুণদের আগ্রহ হ্রাসের মতো নানা চ্যালেঞ্জের মুখে। এগুলো মোকাবেলায় প্রয়োজন দক্ষতা, স্বচ্ছতা ও একসাথে কাজ করার মানসিকতা।"
স্বাগত বক্তব্যে সিডিএফ-এর গভর্নিং বডির সদস্য ও এসকেএস ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, "ক্ষুদ্র অর্থায়ন দেশের সামগ্রিক উন্নয়নে একটি কার্যকর মডেল হলেও সময়ের সাথে তাল মেলাতে হলে কাঠামোগত ও নীতিগত সংস্কার জরুরি।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও ইনডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং বাংলাদেশ ব্যাংক ও এমআরএ-এর সাবেক পরিচালক মো. সাজ্জাদ হোসেন; সিডিএফ-এর সাধারণ পরিষদের সদস্য ও আশ্রয়-এর নির্বাহী পরিচালক ড. মো. আহসান আলী; আম্বালা ফাউন্ডেশনের চীফ অপারেটিং অফিসার মো. এনামুল হক; এবং বিজ-এর নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ।
সম্মেলনে “ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের বর্তমান চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়” শীর্ষক একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র-এর নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস। এরপর আলোচনা পর্বে অংশ নেন আরডিআরএস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মরিরুজ্জামান; গার্ক-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন; জাকস ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন।
বক্তারা ঋণগ্রহীতাদের সক্ষমতা হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, একই গ্রাহকের উপর একাধিক সংস্থার চাপ, তরুণদের অনাগ্রহ এবং তদারকির দুর্বলতাকে বর্তমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। উত্তরণে তারা জোর দেন প্রযুক্তি ব্যবহারের বিস্তার, অর্থের যথাযথ ব্যবহার, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, এমএফআই দক্ষতা উন্নয়ন ও পলিসি পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর।
সম্মেলনে রংপুর ও রাজশাহী বিভাগের ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।