Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৭-২০২৫, সময়ঃ রাত ০৭:১১

গাইবান্ধায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

গাইবান্ধায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক►

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গাইবান্ধায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের মিলনায়তনে আজ (বুধবার, ২৩ জুলাই) বিকেলে এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুকান্ত কুণ্ডু। 

আয়োজকরা জানান, চার দিনব্যাপী বইমেলায় দেশ-বিদেশের লেখকদের উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণকাহিনী, কবিতা, প্রবন্ধ ও নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শণ, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত্ব, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না ও ব্যায়ামবিষয়ক, কম্পিউটার, ভাষা শেখার বইসহ সবধরণের বই পাওয়া যাবে। পছন্দ ও চাহিদা অনুযায়ী পাঠকেরা বই কিনতে পারবেন। 

বই মেলা উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার, ২৪ জুলাই) প্লে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা গ্রুপ পর্যায়ে চিত্রাঙ্কন এবং পরদিন (শুক্রবার, ২৫ জুলাই) ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা গ্রুপ পর্যায়ে আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান, সংগঠক মো. আবু নাইম, বিক্রয় কর্মকর্তা হানিফ হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad