Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৪-২০২৫, সময়ঃ বিকাল ০৪:০৬

গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ (শনিবার, ২৬ এপ্রিল) সকালে শহরের ১ নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা কার্যালয় চত্বরে সংগঠনটির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী।

জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, দপ্তর সম্পাদক প্রদ্বীপ বর্মন প্রমুখ। এসময় কবিতা আবৃত্তি করেন উদীচীর দারিয়াপুর শাখার আবৃত্তিশিল্পী মায়িশা ও নাবিলা।

আলোচনা সভায় বক্তারা বলেন, এদেশের সংকটকালে জাতির প্রয়োজনে বারবার ছাত্ররা জীবন দিয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার-ফ্যাসিবাদ হটিয়েছে কিন্তু পরবর্তীতে যারাই ক্ষমতায় গিয়েছে তারা নিজেদের আখের গুছিয়েছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। ২৪-এর আকাঙ্ক্ষা বৈষম্যের অবসান। আজকে সেটাও ব্যর্থতার দিকে যাচ্ছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার সাথে বেঈমানি করে কেউ কেউ ক্ষমতা দখল, নিজেদের প্রতিষ্ঠার দিকেই ছুটছে। আজকে নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ন্যূনতম উদ্যোগ ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বর্তী সরকার গ্রহণ করেনি। বরং তারা জাতীয় ঐক্যের জায়গায় বিতর্ক তৈরিতে ব্যস্ত বেশি। 

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ, সকল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়তে সমাজতন্ত্রের আদর্শের রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad