Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:৪৯

গাইবান্ধায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন আজ

গাইবান্ধায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক►

দীর্ঘ ১১ বছর পর গাইবান্ধায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন সড়কে সাঁটানো হয়েছে নানা রঙের পোস্টার-ব্যানার। এছাড়া কেন্দ্রীয় নেতাদের বরণে তৈরি করা হয়েছে একাধিক তোরণ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এতে প্রধান বক্তা থাকবেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। সম্মেলনের উদ্বোধন করবেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা।

এছাড়াও সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আব্দুর রশীদ সরকার।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad