Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০১

গাইবান্ধায় জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধায় জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক ►

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ( বাজুস) এর গাইবান্ধায় ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও  কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয় " এই লক্ষ্যকে সামনে রেখে সোমবার দুপুরে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ( বাজুস) গাইবান্ধার সভাপতি মনীন্দ্রনাথ মিত্র সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ( বাজুস) গাইবান্ধার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সঞ্জু।

কার্যকরি সদস্য গৌতম সরকার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ সভাপতি তাপস কর্মকার,  রাফিউল ইসলাম রিবু,কোষাধক্ষ্য মানিক কর্মকার, সদস্য রাফিউল ইসলাম রিবু, বিদ্যুৎ বিশ্বাস, স্বপন দাস, রাব্বী হোসেন সুজন,মোস্তাফিজুর রহমান,পরিমল চন্দ্র কর্মকার। অনুষ্ঠানে গাইবান্ধা জেলার ৭ উপজেলা ইউনিয়ন এর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা- ব্যবসায়ীদের ঠিকমত ব্যবসা পরিচালনা। সঠিক মাপে সঠিক সোনা বিক্রির নির্দেশ। কাষ্টমারকে ঠকানো মানে আমাদের প্রতি তাদের বিশ্বাস আস্থা কমার প্রত্যয় কামনা করেন।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad