নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরীসহ ৫ নেতার্মীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌরপার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, গাইবান্ধা পৌরসভার ২নং ওয়ার্ডের সদস্য সচিব মেহেদী হাসান হিল্লোল, ১ নং ওয়ার্ডের সদস্য সচিব খোকা ও আব্দুস ছাত্তার।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে পৌরপার্ক এলাকায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে তারা পিকেটিং করছিল। এ সময় ৫ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, হরতালে শহরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে। কেউ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।