Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৯

গাইবান্ধায় জেলা রোভারের মহাতাঁবু জলসা

গাইবান্ধায় জেলা রোভারের মহাতাঁবু জলসা

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা রোভারের আয়োজনে ৫দিনব্যাপি কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা রোববার রাতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রোভার এর সহ-সভাপতি সুশান্ত কুমার মাহাতো। জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল-এএলটি এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) মো. সাইফুল ইসলাম-এএলটি, জেলা স্কাউট সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন জেলা রোভারের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান মুকুল, জেলা রোভার নেতা মো. তামজিদুর রহমান তুহিন, সহকারী কমিশনার কাজী আবু রাহেন শফিউল্লাহ প্রমুখ। পরে সনদপত্র বিতরণ করা হয়। কোর্সে বিভিন্ন কলেজ ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানের ৪০জন রোভার অংশ নেয়।   
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad