নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা বাস টার্মিনাল আধুনিকীকরণ এবং পৌরসভার অদূরে ট্রাক টার্মিনাল নির্মাণসহ ৫ দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং। আজ (বুধবার, ২৩ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দেন তারা।
এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় সার্চ কমিটির প্রধান সম্রাট শেখ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গাইবান্ধা পৌরসভায় দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু ও আধুনিক বাস টার্মিনালের অভাব এবং ট্রাক টার্মিনালের সম্পূর্ণ অনুপস্থিতির কারণে সাধারণ জনগণ, যাত্রীসাধারণ, চালক ও শ্রমজীবী মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাস টার্মিনালের নাজুক অবস্থা, পর্যাপ্ত অবকাঠামো না থাকা, যাত্রীদের জন্য বিশ্রামাগার, টয়লেট ও ছাউনি না থাকা এবং ট্রাকের জন্য কোনো নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় পুরো শহরের সড়ক ব্যবস্থা ব্যাহত হচ্ছে, পাশাপাশি পরিবেশ ও জননিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।
তাদের দাবিগুলো হলো- গাইবান্ধা পৌরসভার বাস টার্মিনালকে অবিলম্বে আধুনিকীকরণ করা—যেখানে পর্যাপ্ত ছাউনি, বিশ্রামাগার, পানীয় জল ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা; পৌরসভার আওতায় একটি পূর্ণাঙ্গ ট্রাক টার্মিনাল দ্রুত নির্মাণ করা—যাতে চালক ও সহকারীদের জন্য বিশ্রামাগার, গ্যারেজিং ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে আধুনিক ব্যবস্থাপনা থাকে; যাত্রী ও শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে টার্মিনাল এলাকায় যথাযথ আলোকসজ্জা, সিসিটিভি এবং আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা; যানজট ও অব্যবস্থাপনা রোধে বাস ও ট্রাক পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করে যথাযথভাবে বাস্তবায়ন করা এবং স্থানীয় সরকার, পৌরসভা ও গণপরিবহন মালিক-শ্রমিক সমিতির সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা।
এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে যুবশক্তির কেন্দ্রীয় সদস্য যুবায়ের আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক ডাবলু, সাদুল্লাপুর উপজেলা প্রধান সমন্বয়ক আতিক হাসান উপস্থিত ছিলেন।