নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সদর উপজেলায় ধানবোঝাই একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের নশরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালী গ্রামের ফরিদ শেখ (২৬) এবং সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের পোড়া গ্রামের মজিদুলের ছেলে মতিন মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাদিয়াখালীর দিক থেকে গাইবান্ধার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন দুই যুবক। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ধানবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানা নিয়ে আসে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনা শোনার সাথেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।