নিজস্ব প্রতিবেদক ►
জাতীয়তাবাদী তাঁতীদল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ সোমবার দলীয় কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. রেজাউল ইসলাম।
জেলা তাঁতীদলের আহবায়ক এটিএম রাশেদুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন পল্টনের সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জিএমএ শাকিল সরকার, মোছা. লাইলী বেগম, মো. আমজাদ পারভেজ খান, বিপুল কুমার দাস, আশরাফুল সরকার হাফিজার, আবু সুফিয়ান মো. নাসের টিপু, রবিউল হাসান সবুজ, দুখু মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। তারা বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এই স্বৈরাচারী সরকার আবারও ক্ষমতায় যাওয়ার জন্য নানা পায়তারা করছেন। বক্তারা এই সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান।