নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আজ বুধবার (৩০ আগস্ট) সকালে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ সময় অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ডিজিএম আহসানুল কবিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই পেনশন রেজিস্ট্রেশন সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ জন উদ্যোক্তা এ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহন করেন। তারা আগত দর্শনার্থীদের পেনশন স্কিম বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি আগ্রহী নাগরিকদের পেনশন স্কিম রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। এ সময় দর্শনার্থীদের মাঝে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
দিনব্যাপী এ সম্মেলন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এ সময়ে জেলার সাতজন নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেন।