নিজস্ব প্রতিবেদক►
‘দৈনিক সংগ্রাম’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার, ২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কাচারি বাজার এলাকায় অবস্থিত গাইবান্ধা প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।
গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হকের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান, গাইবান্ধা জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি ও জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজু।
দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি জোবায়ের আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, জাভেদ হোসেন, মিলন খন্দকার, শাহজাহান সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল হক মনজু, ছাত্র শিবিরের জেলা সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ রঞ্জু ও সরকার শাহাদত হোসেন।
বক্তারা দৈনিক সংগ্রামের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, দৈনিক সংগ্রামের পথ চলা কখনো মসৃন ছিল না। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এই পত্রিকাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। তারা বলেন, এদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরত সংগ্রাম। নীতির প্রশ্নে কখনো তারা আপোষ করেনি। অন্যায়ের কাছে মাথা নত করেনি। সত্যের সংগ্রামে অবিচল ছিল শত বাধা মামলা হামলার পরও।
দৈনিক সংগ্রাম গত বছরের ৫ আগস্টের পর নতুন উদ্যোমে প্রকাশিত হচ্ছে। এই প্রকাশনায় শুভ কামনা জানান বক্তারা। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।