Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৪-২০২৩, সময়ঃ দুপুর ০১:০০

গাইবান্ধায় নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

গাইবান্ধায় নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক ►

আজ শুক্রবার পহেলা বৈশাখ। গাইবান্ধায় নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। সকাল সাড়ে ৯টায় স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা শহরের দাস বেকারীর মোড় হয়ে জেলা প্রেসক্লাব হয়ে আবার স্বাধীনতা মাঠে গিয়ে শেষ হয়।

এর আগে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবু বকর সিদ্দিক, জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

শোভাযাত্রায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলী, এনজিও প্রতিনিধি ও কর্মীরা। স্বাধীনতা প্রাঙ্গনে শুভ নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া পৌর পার্কে দিনব্যাপি বৈশাখী মেলা বসেছে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad