নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্টিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সহকারী কমিশনার মোছাঃ ফেরদাউস জান্নাত রুমি, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, গাইবান্ধা পেসক্লাববের সভাপতি কে এম রেজাউল হক, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার গোলাম আজম সরদার, জেলা তথ্য কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক শাহাজাদা প্রমুখ।
সেমিনারে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো. নেশারুল হক।