
গাইবান্ধায় প্রাথমিকের শিক্ষার্থীদের সোয়েটার ও কেডস বিতরণ—ছবি: মাধুকর।
নিজস্ব প্রতিবেদক►
বিভিন্ন পেশায় নিয়োজিত ৮০ দশকের ছাত্রদের নিয়ে গড়া বন্ধু সংগঠন ‘গোল্ডেন এইটটিস গাইবান্ধা’র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সোয়েটার ও কেডস বিতরণ শুরু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় শহরের কে.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর মধ্যে সোয়েটার ও কেডস বিতরণ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোস্তফা নুরুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক শাহানা ইয়াসমিন লাকি।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক শামছুল হক, শফিউর রহমান, সৈয়দ মাহফুজার রহমান শাহীন, মাহমুদ হাসান লিচু, মোস্তাছিম বিল্লাহ বাবু, হাদিউর রহমান, আশরাফুল ইসলাম জুয়েল, মাহমুদ হোসেন গামা, সহিদুর রহমান বাবু, ওয়াহিদা শিরিন, শাহনাজ বেগম, শিরিন আক্তার প্রমুখ।
গোল্টেন এইটটিস গাইবান্ধা তিনদিন ব্যাপী ৭টি প্রাথমিক বিদ্যালয়ে সোয়েটার ও কেডস বিতরণ করবে।