Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-১২-২০২৪, সময়ঃ সকাল ১০:৫০

গাইবান্ধায় বন্যার আগাম সতর্কবার্তা প্রদান সংক্রান্ত কর্মশালা

গাইবান্ধায় বন্যার আগাম সতর্কবার্তা প্রদান সংক্রান্ত কর্মশালা

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় বন্যার আগাম সতর্কবার্তা প্রদান সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে অবস্থিত এসকেএস ইন রিসোর্টের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে জিএফএফও মাল্টি হ্যাজার্ড এন্টিসিপেটরী একশন ইনিসিয়েটিভস ইন বাংলাদেশ প্রকল্প। এতে জেলার সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা ও পরামর্শ প্রদান করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মাঝে আলোচনা করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. তরুন কুমার দত্ত, ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিরুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান ইসলাম প্রমুখ। 

প্রকল্প কর্মকর্তা রণজিৎ কুমার পালের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক জালাল উদ্দিন।

উল্লেখ্য, জিএফএফও মাল্টি হ্যাজার্ড এন্টিসিপেটরী একশন ইনিসিয়েটিভস ইন বাংলাদেশ প্রকল্পটি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে গাইবান্ধা জেলার সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার ১২টি ইউনিয়নে কাজ করছে। জার্মান ফেডারেল ফরেন অফিসের আর্থিক সহায়তায় সেভ দ্য চিলেড্রন এর সার্বিক সহযোগিতায় ও রাইমস এর কারিগরি সহায়তায় এ প্রকল্পটি বন্যার আগাম সাড়াদান কার্যক্রম এর মাধ্যমে বন্যা কবলিত লক্ষিত জনগোষ্ঠির সম্পদ ও জীবনমানের ক্ষয়ক্ষতি কমানের লক্ষ্যে উদ্যোগ গ্রহন ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা বাড়ানোয় কার্যকরি পদক্ষেপ গ্রহনে কাজ করছে।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad