নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন পরিষদের আয়োজন স্থানীয় জনগণ ও বিভিন্ন সুবিধাভোগীদের সাথে শিশু অধিকার, শিমু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে সামাজিক আচরণগত পরিবর্তন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে খোলাহাটী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিসেফের অর্থায়নে ওয়াল্ড ভিশনের "সামাজিক আচরণ পরিবর্তন শক্তিশালী করণ" প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে অংশ নেয় এলাকার অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধি।
খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ কবির উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আছমা হক্কানী, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রোহন আজাদ মন্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আনোয়ার জাহিদ, ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম, সৈয়দ মোস্তফা জামান মিন্টু, মোঃ মোস্তাক আলী, মোঃ আমিনুল ইসলাম, মোছাঃ
জাহানারা বেগম, মোঃ আব্দুল হাই ইউনিয়ন বিবাহ ও তালাক রেজিষ্টার মোঃ সামছুল আলম, মসজিদের ইমাম মোঃ মনজিলুর রহমান।