নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় একটি ভাড়া বাসা থেকে জেলা বিআরটিএ অফিসের লাইসেন্স সহকারি হ্নদয় কুমারের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের দক্ষিণ ধানঘড়ার বিআরটিএ অফিসের নম্বর প্লেট রাখার একটি ভাড়া বাসার রুম থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
নিহত হৃদয় কুমার সিরাজগঞ্জ জেলার শ্রী অমূল্য চন্দ্র রাজবংশীর ছেলে।
বিআরটিএ অফিসের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, দুপুরে নম্বর প্লেট নেয়ার জন্য ওই ভাড়া বাসায় যায় হৃদয়। দীর্ঘ সময় নম্বর প্লেট নিয়ে অফিসে না ফেরা ও তার মোবাইলে সংযোগ পাওয়া যচ্ছিল না। পরে অন্য সহকর্মীরা ওই বাসায় গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে শুনে রুমে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
পরে সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।