Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:২২

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও জয়ীতাদের সম্মাননা প্রদান। 

এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এসব আয়োজন করে।

দিবসটি উপলক্ষে আজ (সোমবার, ৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, এসকেএস ফাউন্ডেশনের জেন্ডার চাইন্ড প্রটেকশন এন্ড সেফগার্ডিং’র সমন্বয়কারী উম্মে কুলছুম ইলা, জয়িতা নারী শেফালী বেগম, শংকরী রাণী, রাবেয়া খাতুন, এমেলী হেমরম, হোসনে আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। 

শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad