নিজস্ব প্রতিবেদক►
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার, ১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। হাত ধোয়া ছাড়া যে কোন খাবার গ্রহন করলে এটা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তাররোধ করার বিষয়ে সচেতনতা তৈরিতে সকলকে উদ্যোগী হতে হবে।
গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদ।
হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন পরিচালনা করেন প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম, প্রধান প্রশিক্ষক আজমিরা মেধা। এতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের যুব প্রধান জেসমিন চৌধুরীসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।
এসময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, বিশ্ব হাত ধোয়া দিবস বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধ করতে একটি প্রচারণামূলক দিবস। প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়ে থাকে।
নিজস্ব প্রতিবেদক►
“হাত ধোয়ার নায়ক হোন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস গাইবান্ধায় পালন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
প্রথমে একটি র্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন এনজিও ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনামূলক ও স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার প্রদর্শন করে রেডক্রিসেন্ট সদস্যরা। এসময় সচেতনামূলক ও স্বাস্থ্যসম্মত হাত ধোয়া নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার সহকারী প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবা মাহি, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমঙ্গল কুমার দাস, এস এম মাহফুজুর রহমান, আজমির হোসেন, এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।