Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০৩

গাইবান্ধায় বীরপ্রতীক খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গাইবান্ধায় বীরপ্রতীক খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো বীরপ্রতীক খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪। আজ শক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বীরপ্রতীক খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে গাইবান্ধার কুপতলায় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উক্ত খেলা উদ্ধোধন করেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। 

বীরপ্রতীক খালেদ স্মৃতি টুনামেন্ট সভাপতি ইঞ্জিনিয়ার এটি এম মাজেদ হাসান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ- সভাপতি ও ক্রিয়াবিদ শহিদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবল খেলোয়াড় ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী।

 টুর্নামেন্টটি মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। শহীদ বীর প্রতীক খালেক স্মৃতি ফুটবল টুনামেন্ট আয়োজক কমিটিতে সাধারন সম্পাদক মো. রুহুল আমিন তলাম ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো.হাছনাইন আল আরাফাত। বীর প্রতীক খালেদ দুলু মহান মুক্তিযোদ্ধায় অংশ নিয়ে বীরত্বের সাথে পাকিস্তান হানাদার বাহিনীর সম্মুখে যুদ্ধ করেন। দেশ স্বাধীনের পর তার প্রাপ্ত হিসেবে বীর প্রতীক খেতাবে ভুষিত হন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিলেন। বিশ্ববিদ্যালয়ে চতুর্থ পড়া চলাকালীন ১৯৮০ সালে ১১ জানুযারী ছাত্রলীগ নৃশংসভাবে তাকে হত্যা করেন। স্বাধীন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের তিনি প্রথম শহীদ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad