
গাইবান্ধায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন—ছবি: মাধুকর।
নিজস্ব প্রতিবেদক►
বৈশাখী টেলিভিশনের ২১ বছর পদার্পন উপলক্ষে গাইবান্ধায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের পিজ্জা টাইমস রেস্টুরেন্টের হলরুমে বৈশাখি টেলিভিশনের জেলা সংবাদদাতা বিলাশ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মাসুদার রহমান সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: হামিদুল ইসলাম, দৈনিক ঘাঘটের সম্পাদক আব্দুস সামাদ সরকার বাবু, জেলা রোভার কমিশনার ধীরেশ চক্রবর্তী, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, একুশে টিভির জেলা প্রতিনিধি আফরুজা লুনা, এসএ টিভির জেলা প্রতিনিধি কায়সার প্লাবন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আতোয়ার রানা, কালবেলার জেলা প্রতিনিধি সুমন মিয়া, মানবাধিকার কর্মী এস এম সালাউদ্দিন কাসেম, দৈনিক মাধুকরের স্টাফ রিপোর্টার আবু সায়েম শান্ত, সাংবাদিক তুহিন আহম্মেদ, আমজাদ হোসেন, তাজরুল ইসলাম, মো: রওশন, ব্যাবসায়ী সিফতান আহম্মেদসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীরা । আলোচনা সভা শেষে ২১ বছর পর্দাপন উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
এ সময় অথিতিরা বলেন, জেলার উন্নয়ন ও দূর্ভোগের চিত্র তুলে ধরে দর্পন হিসাবে দীর্ঘদিন থেকে ভুমিকা রেখেছে টেলিভিশনটি। সমাজের মানুষকে সচেতন করতে বৈশাখি টিভি সংবাদ ও বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে বিশেষ ভুমিকা রাখছে। গত ২০ বছরের পথ চলায় তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে তাদের এ কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তারা।