নিজস্ব প্রতিবেদক ►
সোমবার রাত ১২টা ১ মিনিটে গাইবান্ধা পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্ববক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সকল বীর শহিদদের প্রতি প্রদ্ধা জানান গাইবান্ধাবাসী।
প্রথমেই বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান। পুলিশ সুপার কামাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিকসহ সরকারি, বেসরকারি অফিস, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নের্তৃবৃন্দ শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কল আবু লায়েচ মো: ইলিয়াস জিকু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, সহকারী কমিশনার ভূমি, (সদর) রেজাউল ইসলাম।
জেলা পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন। সদর উপজেলা পরিষদ এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির ও ভাইস চেয়ারম্যান পক্ষ থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি। গাইবান্ধা পৌরসভার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন গাইবান্ধা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শহীদ আহমেদ, প্যানেল মেয়র এ, জেড এম মহিউদ্দিন রিজু, লাইসেন্স পরিদর্শক আহাদ বাবু।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া, শিল্পী জিয়া। অন্যদিকে ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জেলা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা, যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা, গাইবান্ধা প্রেসক্লাব, প্রেসক্লাব গাইবান্ধাসহ অনেকে।
এছাড়াও ২১ ফেব্রুয়ারী সকালে কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে সকল বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন ব্যাংক, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সদস্য ও নের্তৃবৃন্দরা।