Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-২-২০২৪, সময়ঃ রাত ০৮:৩৫

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর।

গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসা-বাণিজ্য সম্প্রসাণের লক্ষ্যে মাসব্যাপী এ মেলা চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মেলায় রয়েছে ৭০টি স্টল। এসব স্টলে থাকছে দেশি বিদেশি সকল পণ্য। প্রসাধনী সামগ্রী, শাড়ি-কাপড়, ছোট, বড়দের তৈরি পোশাক-পরিচ্ছদ, ইলেক্ট্রনিক তৈজসপত্র, হস্তশিল্প, ছোটদের খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য। পোশাক, ইলেক্ট্রনিক যন্ত্র, ছোটদের খেলনা সামগ্রী। এছাড়া রয়েছে নাগরদোলা, ট্রেনসহ বিনোদনের জন্য রয়েছে ১২টি রাইড।

উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর। এছাড়াও চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad