Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩০

গাইবান্ধায় যুবকের পেট থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার করলো র‌্যাব

গাইবান্ধায় যুবকের পেট থেকে হাজার পিস ইয়াবা উদ্ধার করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় প্রায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৮ জুলাই) র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃত ওই যুবকের নাম রিয়াজ উদ্দিন রাজিব (৩০)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার আব্দুল হকের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১৮ জুলাই) সকালে ওই যুবক গাইবান্ধা  জেলা শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন মেডিকেল মোড় এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩। এ সময় র‌্যাবের জিজ্ঞাসাবাদে পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট বহন করে চট্টগ্রাম থেকে আসছিলেন বলে স্বীকার করেন তিনি। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানে আটককৃত ব্যক্তির পেট থেকে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, বিশেষ কায়দায় পলিথিনের টিউব দ্বারা সুকৌশলে পেটের মধ্যে প্রবেশ করানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী চক্রের সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। আটক ওই যুবককে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেইসাথে জেলার অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad