Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১২-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩৩

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ, গাইবান্ধা পৌরসভা, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, গাইবান্ধা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়ালের  সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা: আব্দুর রউফ তালুকদার, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad