Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-২-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:১২

গাইবান্ধায় শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তম শিক্ষক-শিক্ষার্থী সম্মাননা

গাইবান্ধায় শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তম শিক্ষক-শিক্ষার্থী সম্মাননা

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তম শিক্ষক-শিক্ষার্থী সম্মাননা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ভিএইড রোড কালীবাড়ি মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। 

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সদস্য অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, গাইবান্ধা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রবীন্দ্রনাথ চক্রবর্তী এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের রংপুর আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট বিকাশ কুমার শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম। 

অনুষ্ঠানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ২০২৪ শিক্ষাবর্ষে ৫ জনকে উত্তম শিক্ষক সম্মাননা এবং ২০ জনকে উত্তম শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে বিজয়ী ৩৬ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের অধীন গাইবান্ধা জেলার ১০৩টি মন্দিরে এ কার্যক্রম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad