মাধুকর ডেস্ক ►
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধা-এর আয়োজনে প্যাকটা প্রকল্পের আওতায় পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেবা প্রদান বিষয়ক তথ্য সংগ্রহ; সেবার মানোন্নয়নে স্থানীয় পর্যায়ে প্রমাণ-নির্ভর অ্যাডভোকেসি, সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সেবাদাতা প্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহির সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল গাইবান্ধা এন.এইচ. মডার্ন উচ্চ বিদ্যালয়ে সক্রিয় নাগরিক দল (এসিজি) কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো: বাবুল মিয়ার সভাপতিত্বে এসিজি গঠন সভায় বক্তব্য সনাক সহসভাপতি অশোক কুমার সাহা, সনাক সদস্য জিয়াউল হক কামাল, প্রধান শিক্ষক মোছা: রাশেদা বেগম, এস.এমসির সদস্য আঞ্জুমান আরা, অভিভাবক হালিমা বেগম, আশরাফুল ইসলাম, রেজাউল ইসলাম,সাথী বেগম এবং আফজাল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ইয়েস সদস্য নিলুফা ইয়াছমিন, জাকিয়া আক্তার, হোসাইন মিয়া এবং তারেক মিয়া । উক্ত কমিটি গঠন সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: মাসুদ রানা। উপস্থিত সকলের আলোচনা এবং সম্মতিতে হালিমা বেগমকে সমন্বয়ক, সাথি বেগমকে সহসমন্বয়ক (নারী) ও মো: খোকন মিয়াকে সহসমন্বয়ক (পুরুষ) হিসেবে মনোনীত করেন।