Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১০

গাইবান্ধায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সমন্বয় কমিটির সভা

গাইবান্ধায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সমন্বয় কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম জেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও বাস্তবায়ন সমন্বয় কমিটির এক সভা আজ বুধবার (১৩ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

এই স্কিমের প্রতিপাদ্য হচ্ছে "সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন"। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও সাধারণ) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রখেন পুলিশ সুপার মো: কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, পলাশবাড়ি উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: আবদুল লতিফ প্রধান, সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, মিডিয়াকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা। 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের অর্থনৈতিক সুরক্ষার জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন।এই কর্মসূচির আওতায় জেলার সকল তফসিল ব্যাংক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের খোলা অ্যাকাউন্টে প্রবাস, সুরক্ষা, সমতা, প্রগতি স্কিম নামে মোট ৪ প্রকার পেনশন স্কিম খোলা যাবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad