নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় সামাজিক নিরীক্ষা বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৭ মে) সকালে এসকেএস ইনের বালাসী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘Rising for Rights for Strengthening Civil Society Network in South Asia to Achieve SDG 6’ প্রকল্পের আওতায় FANSA- Bangladesh প্রকল্পের আওতায় FANSA- Bangladesh এর সেক্রেটারিয়েট এসকেএস ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে। প্রকল্পটি গাইবান্ধা পৌরসভায় বাস্তবায়ন হচ্ছে।
এতে অতিথি হিসেবে বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম, ছিন্নমূল মহিলা সমিতি গাইবান্ধার ডেপুটি ডিরেক্টর মহিবুল ইসলাম তুষার, এসকেএস ফাউন্ডেশনের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনের (সহ-সমন্বয়কারী) শফিকুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর জ্যাভিয়ার স্কু ও কমিউনিকেশন অফিসার প্রদীপ রায়। এছাড়াও দিনব্যাপী এ প্রশিক্ষণে উন্নয়ন কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ ৩৩ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে।