নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া (২৫) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাংলাবাজার এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়ার বাড়ি রংপুরের পীরগাছায়। তিনি গাইবান্ধা সদর থানায় গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সুমন গাইবান্ধা পুলিশ লাইন্স এলাকায় (বোর্ড বাজার) ভাড়া বাসায় থাকতেন। সকালে সেখান থেকে মোটরসাইকেলে করে থানায় আসছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সুমন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুরের দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।